বিসিক কর্তৃক শিল্প উদ্দ্যোক্তাদের দেয় সেবা/ সুবিধার বিবরণঃ
বিস্তারিত
শিল্প উদ্দ্যোক্তা চিহ্নিত করণ
বিনিয়োগ পূর্ব পরামর্শ;
প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন ;
শিল্প সংক্রান্ত সাধারণ ও প্রযুক্তিগত তথ্য;
প্রকল্প নির্বাচনে সহযোগিতা;
প্রকল্প প্রস্তাব / দলিল প্রণয়ন;
প্রকল্প মূল্যায়ন (কারিগরী, আর্থিক ও অর্থনৈতিক);
শিল্প স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা;
বিনিয়োগ মূলধন সরবরাহ অথবা ব্যাংকের সহযোগিতায় মূলধনের ব্যাবস্থাকরণ;
প্রকল্প বাস্তবায়নে কারিগরী সহায়তা প্রদান;
বিনিয়োগ মূলধনের সদ্দ্যবহার তদারকীকরণ;
শিল্পোদ্দ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ;
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ;
দেশী ও বিদেশী কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের ব্যাবস্থাকরণ;
আমদানী লাইসেন্সের ব্যাবস্থাকরণ;
নকশা ও নমুনা উন্নয়ন ও বিতরণ;
পণ্য বিপনণে সহায়তা;
শিল্প স্থাপনে অবকাঠামোগত সুবিধাসহ শিল্প নগরীতে উন্নতমানের জমি বরাদ্দ;
শিল্প ব্যবস্থাপনায় সর্বপ্রকার সম্প্রসারণমূলক সুবিধা প্রদান;
পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের পরামর্শ প্রদান;
বিপনণ সম্পর্কিত সর্বপ্রকার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং চাহিদাঅনুসারে উদ্দ্যোক্তাকে সরবরাহকরণ;
পণ্যের গুনগত মান উন্নয়নে পরামর্শ সহায়তা দান;
শিল্প ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে (উৎপাদন ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং সাধারণ ব্যবস্থাপনা) দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যাবস্থাকরণ;
সাব-কন্ট্রাকটিং ও সহায়ক শিল্প স্থাপন এবং এই শিল্প সম্প্রসারণে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান;
প্রচলিত ও অপ্রচলিত কারু শিল্পের উন্নয়ন ও বিকাশ সাধন;
শিল্প সম্পর্কিত বিভিন্ন গবেষণা ও সমীক্ষা পরিচালনা;
দেশে ও বিদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের চাহিদা বৃদ্ধির জন্য পরিচিতি এবং প্রচারমূলক পুস্তক / পুস্তিকা প্রকাশ, আন্তর্জাতিক মেলা/ প্রদর্শনীতে অংশ গ্রহণ এবং শিক্ষামূলক সফর বিনিময়ের ব্যবস্থাকরণ;
দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সহযোগিতায় উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়ন উৎপাদন উন্নয়ন এবং লাগসই প্রযুক্তি ব্যবহারে সহায়তা প্রদান;
ক্ষুদ্র, কুটির ও গ্রামীন শিল্প উন্নয়নকল্পে সরকারি নিতিমালা প্রনয়নে সহায়তা প্রদান এবং এই সংক্রান্ত নীতি ও কর্মসূচী বাস্তবায়ন;
আন্তঃ প্রতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিকাশে সহায়তা প্রদান;
ক্ষুদ্র, কুটির ও গ্রামীন শিল্পের উন্নতির গতিধারা পরিধারণ ও এর সুষ্ঠু বিকাশ ও বিস্তৃতির জন্য নীতিমালা, কর্মসূচী ও বিধিমালা প্রনয়ন ও প্রনয়নে সরকারকে সহযোগিতা প্রদান।